বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপের আগে নতুন বোলিং কোচ পাচ্ছে জিম্বাবুয়ে

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

বিশ্বকাপের-আগে-নতুন বোলিং-কোচ-পাচ্ছে-জিম্বাবুয়ে

বিশ্বকাপের-আগে-নতুন বোলিং-কোচ-পাচ্ছে-জিম্বাবুয়ে

কোনো আইসিসি ইভেন্টে সবশেষ ২০১৬ সালে জিম্বাবুয়েকে দেখা গিয়েছিল। এরপর থেকে মাঠে গড়িয়েছে একটি করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ। এক সময় আইসিসির সব ইভেন্টের নিয়মিত দল নানা কারণে এসব টুর্নামেন্টে ছিল না।

দীর্ঘদিন পর আফ্রিকান দেশটি আবার টি-২০ বিশ্বকাপের মঞ্চে ফিরেছে। আসন্ন এই বিশ্বকাপের ঠিক আগে দলে বড় পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। দলের বোলিংকে আরো শানিত করতে নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে তারা।

দলটির বোলিংয়ের দেখভাল করার দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার স্টিভ কারবি। দলটির বর্তমান পরিচালক এবং সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় মাটিতে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন কোচ স্টিভ কারবি জিম্বাবুয়ে শিবিরে যোগ দেবেন। তাকে জিম্বাবুয়ে দলে নিতে পেরে আনন্দিত মাসাকাদজা।

মাসাকাদজা বলেন, 'আমরা সিনিয়র পুরুষদের দলের জন্য বোলিং কোচ হিসেবে স্টিভ কারবিকে নিশ্চিত করতে পেরে আনন্দিত। তিনি বছরের পর বছর ধরে কাউন্টি ক্রিকেটে একজন খেলোয়াড় এবং কোচ হিসাবে অবিশ্বাস্যভাবে ভাল করেছেন।

তিনি আরো বলেন, আমরা আমাদের খেলার সমস্ত দিককে শক্তিশালী করতে এবং সর্বোচ্চ স্তরে আমাদের পারফরম্যান্সের উন্নতি অব্যাহত রাখতে চাই। আমরা তাকে দলের অংশ হিসেবে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছি।

কারবি ১৬৭টি প্রথম-শ্রেণী, ১০৪টি লিস্ট এ এবং ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া কাউন্টি ক্রিকেটে তিনি সমারসেটের হয়ে খেলেছেন।

Provaati
    দৈনিক প্রভাতী